বিবাহের আগে কোন কোন নিয়ম মানলে ও কোন কোন কাজ করলে যৌবন ঠিক থাকে।

 

বিবাহের আগে কোন কোন নিয়ম মানলে ও কোন কোন কাজ করলে যৌবন ঠিক থাকে।



🔹 ১. তাকওয়া (আল্লাহভীতি) অর্জন করা

কুরআনে আল্লাহ বলেন:

"আর যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য তিনি পথ বের করে দেন এবং এমন উৎস থেকে রিযিক দেন, যেখান থেকে তারা ধারণাও করতে পারে না।"
(সূরা তালাক: ২-৩)

যুবক বয়সে তাকওয়া থাকলে যৌবন হারাম কাজ থেকে বাঁচে এবং মানসিকভাবে শান্ত থাকে।


🔹 ২. নামাজ কায়েম করা

আল্লাহ বলেন:

"নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।"
(সূরা আনকাবুত: ৪৫)

🕌 পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে যৌন প্রবৃত্তি নিয়ন্ত্রণে থাকে, সময় নষ্ট হয় না, মন ও আত্মা প্রশান্ত থাকে।


🔹 ৩. সিয়াম পালন (রোজা রাখা)

রাসূলুল্লাহ ﷺ বলেন:

"হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে। আর যারা বিয়ে করতে অক্ষম, তারা যেন রোজা রাখে, কেননা রোজা তার জন্য ঢাল স্বরূপ।"
(সহীহ বুখারী: ৫০৬৬, মুসলিম: ১৪০০)

রোজা যৌন প্রবৃত্তি কমায়, শরীর শুদ্ধ করে, আত্মাকে পরিশুদ্ধ করে।


🔹 ৪. হারাম দৃষ্টি থেকে চোখ হেফাজত করা

"তোমার মুমিন পুরুষদের বলে দাও—তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানসমূহ হেফাজত করে।"
(সূরা আন-নূর: ৩০)

👁️ ফাহশা (অশ্লীলতা), পর্নোগ্রাফি, অনৈতিক ছবির দিকে তাকানো—এসব যৌবনকে ধ্বংস করে দেয়। দৃষ্টিকে হেফাজত করলে অন্তর পরিষ্কার থাকে।


🔹 ৫. সময়ের সদ্ব্যবহার ও আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকা

রাসূল ﷺ বলেন:

"পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো... তোমার যৌবনকে তোমার বার্ধক্যের পূর্বে।"
(মুস্তাদরাক হাকিম: ৭৮৪৬)

📚 ইসলামী বই পড়া, কুরআন তিলাওয়াত, দ্বীনি ক্লাসে অংশগ্রহণ—এসব করলে মনোযোগ ইবাদতে থাকে, ফালতু চিন্তা দূর হয়।


🔹 ৬. ভালো সঙ্গী (সালেহ বন্ধু) নির্বাচন করা

রাসূল ﷺ বলেন:

"মানুষ তার বন্ধুদের দ্বীনের উপর থাকে, সুতরাং তোমরা দেখে নাও কাকে বন্ধু বানাচ্ছো।"
(আবু দাউদ: ৪৮৩৩)

🤝 ভালো বন্ধু হলে হারাম থেকে দূরে থাকা সহজ হয়, ইসলামী পরিবেশে যৌবন হিফাযত হয়।


🔹 ৭. আত্মার পরিশুদ্ধি ও নফসের জিহাদ

"যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করল, সে সফলকাম হলো।"
(সূরা আশ-শামস: ৯)

🕊️ আত্মাকে হারাম ইচ্ছা থেকে মুক্ত রাখতে নফসের সাথে লড়াই করা (জিহাদুন নফস)—এটা একজন যুবকের জন্য সবচেয়ে জরুরি।


🔹 ৮. অশ্লীলতা ও অবাধ মেলামেশা থেকে দূরে থাকা

ইসলামে ইখতিলাত (নারী-পুরুষের অবাধ মেলামেশা) হারাম।
এটাও যৌবনের ধ্বংসের বড় কারণ।

📴 সোশ্যাল মিডিয়ায় অপ্রয়োজনীয় মেয়ে/ছেলেদের সাথে যোগাযোগ—এসব থেকে বিরত থাকা উচিত।


সংক্ষেপে আমলযোগ্য কাজগুলো:

নংকাজফলাফল
পাঁচ ওয়াক্ত নামাজআত্মিক ও শারীরিক নিয়ন্ত্রণ
রোজা রাখাকামপ্রবৃত্তি নিয়ন্ত্রণ
চোখ হেফাজতহারাম থেকে বাঁচা
কুরআন তিলাওয়াতঅন্তরের পরিশুদ্ধি
ইসলামী পরিবেশে থাকাফিতনা থেকে বাঁচা
পর্ন, গান, ফেসবুক আসক্তি ছাড়ানোযৌবন রক্ষা
সালেহ বন্ধুদের সাথে থাকাভাল অভ্যাস গড়ে ওঠা
আল্লাহর ভয় অন্তরে রাখাসব ভুল থেকে বাঁচা

📌 শেষ কথা:

যৌবন হচ্ছে আমানত।
এটা আল্লাহ দিয়েছেন পরীক্ষার জন্য। ইসলাম আমাদের যৌবনকে পরিশুদ্ধ ও সংরক্ষণের জন্য পরিষ্কার গাইডলাইন দিয়েছে।

রাসূল ﷺ বলেন:

"কিয়ামতের দিন মানুষের পা সরবে না যতক্ষণ না সে পাঁচটি বিষয়ে জবাবদিহি করবে, তার মধ্যে একটি হল—তার যৌবন কোথায় ব্যয় করেছে?"
(তিরমিজি: ২৪১৬)

Comments